Posts
Showing posts from March, 2017
আমিতো আর থাকব না এ ভবে
- Get link
- X
- Other Apps
[sb]আমিতো আর থাকব না এ ভবে...[/sb] আমার কথা স্বরণ করে খোজবে আমায় যবে। হয়তো সেদিন থাকব আমি... নিরব নিথর দেহে। ফুল ছিটাতে যাবে সবাই... সমাধির ঐ ঘরে। sb]আমিতো আর থাকব না এ ভবে...[/sb] আমার কথা স্বরণ করে খোজবে আমায় যবে। আমার কথা স্বরণ হলে সৃতির পাতায় যাবে.. অশ্রু ফেলে কাঁদবে তুমি একলা বসে বসে। যখন আমি রয়ে ছিলাম... বেঁচে ছিলাম ভবে। কত হেলা করে ছিলে লোখের কথায় তবে। সে দিনের কথা কি মনে পড়ে? এখন কেন অশ্রু ফেলো... সৃতির পাতা খুলে। [sb]শাহাদাৎ শাহাদ[/sb] আরো গল্প পড়তে এখানে ক্লিক করুন ।
[sb]নাপিত আর মার্ক টোয়েন[/sb]
- Get link
- X
- Other Apps
নাপিত আর মার্ক টোয়েন মার্ক টোয়েন একবার শেভ করতে সেলুনে গেছেন। শেভ করানোর ফাঁকে ফাঁকে নাপিতের সঙ্গে আলাপ করছিলেন তিনি। ‘আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম।’ ‘ভালো সময়ে এসেছেন। আজ রাতে আমাদের এখানে মার্ক টোয়েন বক্তৃতা করবেন। আপনি সেখাriনে যাচ্ছেন তো?’ ‘হুম... আশা করছি যাব।’ ‘টিকিট কিনেছেন?’ ‘না তো!’ ‘মনে হয় আর টিকিট পাবেন না। পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে।’ ‘আমার ভাগ্যটাই আসলে খারাপ। ভদ্রলোক যখনই বক্তৃতা করেন, তখনই আমাকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয়!’ বললেন মার্ক টোয়েন।